ভাঙা দেয়ালের ফাঁকে
ভাঙা দেয়ালের ফাঁকে আলো এসে পরে খোলস ভাঙতে ভাঙতে ক্লান্ত হাতুড়ি ডানা ভাঙা চোখে চেয়ে থাকে বিহ্বল।
গভীর চুমু আঁকার আগেই মুছে যায় হরিয়ালি দুপুর, সম্পর্কের সুদিন।
অন্ধকারের মায়ায় উবু হয়ে ঝুলে থাকা দিনগুলো
বিবর্ণতার কোল ঘেষে উছলায়
বিষণ্নতা মুখর নদীতে নৌকা বায় হাড় জিরজিরে মাঝি।
ঠিকানার খোঁজে বিবমিষার সহস্রাব্দ কাটিয়ে দেয় হাড়মাংসের একক
ফুলস্কেপ কাগজে আলুথালু শব্দেরা ঘুরিয়ে ফিরিয়ে
জানতে চায়, এখনো ভালোবাসো তো! তোমাকে পাবার নেশা আমাকে হারায়….
চুমুর দাগ মুছে দিয়ে যে হৃদয় হারিয়েছিলো জলপাই বনে
সে তো আসলে চিরকালই ফিরতে চেয়েছে হৃদয়ের কাছে।
তোমার শোকের বাহারি বর্ণচ্ছটায় আমি এক নিরেট সুখী মানুষ
তোমার দুঃখের রোল লাল সুতোয় ঘুরে বেড়ায়
মৃত্যু এসে দাঁড়ায় দরোজায়
অথচ সেতো কবেই তোমার বিকিয়ে যাওয়া বুকের ভেতর তুলে দিয়েছে তার পাকাপোক্ত দালান
তোমার সংগে পেতেছে উচ্ছল কলতানে সচ্ছলতার সংসার।