ভালোবাসা সে’তো ভালোবাসা

হুমায়ূন আহমেদ সম্ভবত “নীল অপরাজিতা” বইটির কোনো এক জায়গায় বলেছিলেন-

“ভালবাসা সম্পর্কে আমার একটা থিওরি আছে। আমার মনে হয়, প্রকৃতি প্রথমে একটি নকশা তৈরি করে। অপূর্ব ডিজাইনের সেই নকশা হয় জটিল এবং ভয়াবহ রকমের সুন্দর। তারপর প্রকৃতি সেই ডিজাইনকে কেটে দু’ভাগ করে। একটি ভাগ দেয় এক তরুণ বা পুরুষকে, অন্যটি কোন তরুণী বা নারীকে। ছেলেটি ব্যাকুল হয়ে নকশার অংশটি খুঁজে বেড়ায়। মেয়েটিও তাই করে।”

তারা উভয়েই একে অন্যকে ব্যাকুল হয়ে খুঁজে বেড়ায়।অসম্পূর্ণ নকশাটি সম্পূর্ণ করতে।

অ্যান্ড্রোজিনাস শব্দটি শুনেছেন?ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন,মূলত ডিজাইনাররা এই শব্দটার সাথে বেশী পরিচিত হওয়ার কথা।এই শব্দটার সেভাবে কোনো অর্থ নেই।এটা একটা বিশেষণ যা এসেছে গ্রীক মিথোলজি থেকে।যা এমন কিছুকে বোঝায় যা নারী-পুরুষ উভয়ের বৈশিষ্ট্য রয়েছে।

প্লেটোর “সিম্পোসিয়াম” গ্রন্থে আরিস্টোফেনেস বর্ণিত গ্রিক মিথ “অ্যান্ড্রোজিনাস” যা মানুষের কাহিনি।আর এই কাহিনির সাথে যুক্ত হয়েছে মানুষের ভালোবাসার উৎপত্তির মিথও।

এই গল্পে বলা হয়—
প্রথম দিকে মানুষ ছিল ভিন্নরকম। তাদের শরীর ছিল গোলাকার, পিঠ আর বুক দুই দিকেই মুখ, দুটো মাথা, চারটি হাত আর চারটি পা। তারা খুব শক্তিশালী ছিল, এমনকি দেবতাদেরও চ্যালেঞ্জ করতে পারত।

জিউস দেখলেন, যদি এরা এত শক্তিশালী হয় তবে দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। তাই তিনি শাস্তি হিসেবে মানুষকে দুই টুকরো করে ফেললেন। একেকজন মানুষ হয়ে গেলো অর্ধেক—একটি মাথা, দুটি হাত, দুটি পা।

এরপর থেকে মানুষ তার হারানো অর্ধেককে খুঁজে বেড়ায়, যেনো তার সম্পূর্ণতা ফিরে পায়। আর এই খোঁজ’ই ভালোবাসা।নিজের হারানো সঙ্গীকে ফিরে পাওয়ার আকুলতা।

Similar Posts