সরোদ এবং আত্মহত্যাপ্রবণ সন্ধ্যা
ডোমদের হাতে সরোদ হয়ে বাজে নিথর শরীর,আত্মহত্যার সুর!
বিসংবাদিত সময়ের যেকোনো আত্মহত্যাপ্রবণ সন্ধ্যা
এবং
এপিটাফ কখনো মিথ্যে বলেনা!
তবে কী মানুষ মৃত্যুর মোড়কে মুক্তি খোঁজে?
ফর্মোনাইট্রাইলে কালশীটে জিভের দিকে তাকিয়ে
সেই সংক্রান্ত উপসংহারে আমরা এখনো পৌছতে পারিনি।
মানুষ কেবলই চিত্রিত চরিত্র এক
নিপুণ মহড়ায় করছে নিজেকে দৃশ্যায়ন।
সমান্তরাল জীবনের অসংখ্য বিভাজন
ক্যালকুলাসে ক্লান্ত প্রতিটি নিঃশ্বাস
অমিমাংসীত-
কতোটা অযৌক্তিক বেঁচে থাকা আর কতোটা যৌক্তিক মরে যাওয়া!
যদিও পৃথিবীকে অস্বীকার করা পাপ!
তবুও সুর হয়ে বাজে মৃত্যনুরাগ….
যেকোনো বিমর্ষ মানুষের দিকে তাকিয়ে ভাবি
মানুষ তুমি উত্তম
কারণ তুমি নির্ধারণ করেছো সহ্যের সর্বোচ্চ সীমা এবং অস্বীকার কোরবার ক্ষমতা!