মনখারাপের পোস্টকার্ড

a painting of a man holding a book

ঠোঁট পোহানো ক্লান্তিগুলো হাসি হলে ভালো থাকে আকাশ
এভাবেই আয়নায়  দাঁড়াই,দিনশেষের পা ডুবিয়ে বসি সেখানে
প্রচ্ছন্ন দূরত্ব পেরুতে থাকে আমাকে।
পুরনো দিন, মৃতমাছ,ছাতিম অন্ধকার,আর স্বরের কোলাহল ছিঁড়ে 
নিজের এতো কাছাকাছি এলে ঘামতে থাকে চোখ।
সমুদ্রস্বাদ,নিজেকে বড়ই মহৎ লাগে।
ভাবি, শেকড়ে চাপা মাটির অনাদর  জানে পাতার হলুদ
অবিন্যস্ত রূপকে নীল পাহাড়, পাখির নখে নিঃশব্দ খেলাঘর আর  মায়ামী ঢল ছেড়ে উঠে আসো তুমি
স্মৃতির রিবনে কিছু  সুতো তোমার তাঁতে বোনা
এখনো তোমাকে ভেবে ব্যথার স্নায়ু দপদপ করে ডাকঘরের মনখারাপি জানালায়।

(Visited 9 times, 1 visits today)

YOU MAY ALSO LIKE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *