floating green leaf plant on person's hand

জীবন

দীর্ঘ পথ পাড়ি দেয়া পথিকের মতো লাগছে তাকে
সময়ের কড়াল ঝাপ্টায় অবসন্ন 
আমার কী উচিৎ তার পাশে খানিকক্ষণ বসা
আলতো করে তার হাতে হাত রাখা

আমি ভাবছি
আটপৌঢ়ে শাড়ির মতো দীর্ঘ ক্লান্তিকর ভাবনা
অথচ আমার ভাবা উচিৎ
স্বচ্ছ জলের মতো টলটলে ভাবনা
জঞ্জালহীন নিরেট কোনো ভাবনা

আমি এগুচ্ছি গুটিগুটি পায়ে
পথের উপর শুয়ে থাকা মৃত পাতার শরীর
দুঃখ দুঃখ চোখে তাকাচ্ছে আমার দিকে
ধানক্ষেতের হুল্লোড়ে সবুজ মুখ ভার করে আছে
আমার কী কোথাও যাওয়া উচিৎ
চেনা চারপাশ আর একঘেয়ে দিন ছেড়ে বহুদুর।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *