জীবন
দীর্ঘ পথ পাড়ি দেয়া পথিকের মতো লাগছে তাকে
সময়ের কড়াল ঝাপ্টায় অবসন্ন
আমার কী উচিৎ তার পাশে খানিকক্ষণ বসা
আলতো করে তার হাতে হাত রাখা
আমি ভাবছি
আটপৌঢ়ে শাড়ির মতো দীর্ঘ ক্লান্তিকর ভাবনা
অথচ আমার ভাবা উচিৎ
স্বচ্ছ জলের মতো টলটলে ভাবনা
জঞ্জালহীন নিরেট কোনো ভাবনা
আমি এগুচ্ছি গুটিগুটি পায়ে
পথের উপর শুয়ে থাকা মৃত পাতার শরীর
দুঃখ দুঃখ চোখে তাকাচ্ছে আমার দিকে
ধানক্ষেতের হুল্লোড়ে সবুজ মুখ ভার করে আছে
আমার কী কোথাও যাওয়া উচিৎ
চেনা চারপাশ আর একঘেয়ে দিন ছেড়ে বহুদুর।