বৃত্ত
ছত্রাকে ছত্রাকে ঢাকা জনম আর অপুষ্টিজনিত মৃত্যুর পাশে তুমি কাল্পনিক শ্লেষ
অজস্র হত্যার সাবলীল পরিহাস,
ইতিকথার শেষখন্ড।
কু-আশা ঘেঁটে স্পষ্ট অক্ষরলতায় যে শব্দ,
আঙুলের নয়
অলক্ষ্যের ইঙ্গিতে যে যোগাযোগ
সেখানেই সত্য
প্রেম, ভালোবাসা,সঙ্গম অথবা ঘৃণা।
তোমার মিথ্যাচার হেঁটে ক্লান্ত
অন্তত যতিচিহ্নের বিরাম দাও! কম্পাস ভুল করা সন্ধ্যা,চেনা ঢেউ
বিষণ্ন প্রেমিকাদের নীচু স্বর আর সুন্দরী নদী থেকে ফুরসত মিললে
ফিরতে ফিরতে
ভুলে যাওয়া ছাতার পাশে ফেলো এসো বহুরূপ …
•
সম্পর্কের শেষ নিঃশ্বাসের পাশে বড্ড দরকার
তোমার নিজস্ব মুখ।