বিবিধ 

black framed sunglasses on white surface

সব্জির দোকানে ছেটানো জল
মাংসের দোকানে লেগে থাকা রক্তের ভিড় 
ভালোলাগেনা আমার
ভালোলাগেনা
ভেজানো ছোলায় ফেঁপে ওঠা রাক্ষস
করমচা চোখ
যাপনের আটপৌড়ে আলনায় ঝুলে থাকা বাহারি জামা। 
আমি এসব থেকে দূরে যেতে চাই। 
চাদরের ঝুল বেয়ে নেমে যায় কচ্ছপ রাত
মেঝেতে ছড়ানো রিপুর কাঁদমাটি মাড়ানো পা ভিজতে থাকে বর্ষায় 
আমি শুধু তোমাকে ভাবি,মুঠোয় করে আনি সমুদ্রশ্বাস
অথচ তুমিও মানবিক
অমানবিক কানাঘুষা ছুড়ে মারো আমার মুখে 
এই বলে স্বান্তনা দাও এটাই জীবন
রেসের ঘোড়ার টগবগে পা’ই সুন্দর
আমি অস্থির হই, মেলে দাও তোমার বুক
যেখানে অরণ্য ছাপিয়ে প্রকট কর্পোরেট শীতলতা
কোথাও তুমি নেই! সবটাই মানবিক অবাক মানবিকতা!
জীবন,তোমার শরীর চিরকাল পাঠোদ্ধারহীন ব্রেইল
বাতাসের দিকে যায় উড়ে
মূর্খ, তাবু গেড়ে নিজেকে জয়ী ভাবি।

(Visited 9 times, 1 visits today)

YOU MAY ALSO LIKE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *