সব্জির দোকানে ছেটানো জল
মাংসের দোকানে লেগে থাকা রক্তের ভিড়
ভালোলাগেনা আমার
ভালোলাগেনা
ভেজানো ছোলায় ফেঁপে ওঠা রাক্ষস
করমচা চোখ
যাপনের আটপৌড়ে আলনায় ঝুলে থাকা বাহারি জামা।
আমি এসব থেকে দূরে যেতে চাই।
চাদরের ঝুল বেয়ে নেমে যায় কচ্ছপ রাত
মেঝেতে ছড়ানো রিপুর কাঁদমাটি মাড়ানো পা ভিজতে থাকে বর্ষায়
আমি শুধু তোমাকে ভাবি,মুঠোয় করে আনি সমুদ্রশ্বাস
অথচ তুমিও মানবিক
অমানবিক কানাঘুষা ছুড়ে মারো আমার মুখে
এই বলে স্বান্তনা দাও এটাই জীবন
রেসের ঘোড়ার টগবগে পা’ই সুন্দর
আমি অস্থির হই, মেলে দাও তোমার বুক
যেখানে অরণ্য ছাপিয়ে প্রকট কর্পোরেট শীতলতা
কোথাও তুমি নেই! সবটাই মানবিক অবাক মানবিকতা!
জীবন,তোমার শরীর চিরকাল পাঠোদ্ধারহীন ব্রেইল
বাতাসের দিকে যায় উড়ে
মূর্খ, তাবু গেড়ে নিজেকে জয়ী ভাবি।
(Visited 12 times, 1 visits today)