focus photo of brown sand

চর

আমিতো চিরকাল পড়ে আছি এই ভ্রুকুটি চরে
পাখি উড়ে গেছে, ঝরে গেছে বিবিধ গৃহস্থালী
নাচের মুদ্রা ভেঙে গেলে ঢেউয়ে
সারেঙের চোখ ফিরেছে তার ঘরে
পলি হয়ে জমেছি ফসলি ক্ষেতের ধারে
শস্যের আলো কড়া নেড়ে জাগাবে জেনে
ঘুমিয়েছি কৃষকের মনে
জাগায়নি সে, স্রোত এসে ভাঙিয়েছে আমারে
প্রয়োজনে তুলেছে জল জনপদের ঝোপঝাড় থেকে উঠে আসা স্বজন
আমিতো চিরকালই পড়ে আছি এমন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *