নৈঃশব্দের শুরু
তোমাকে খুঁজতে খুঁজতে মার্বেলের মতো ছুঁড়ে দিয়েছি বেলা
দেবদারুর গায়ে নেমে এলে কিন্নর বিকেল
চিবুককে বলেছি ভয় পেওনা
অতোটা নিঃসঙ্গতা তোমাকে ছোঁবেনা।
….আর তুমি
আমাকে বাজেয়াপ্ত করে
পিয়ালের বনে গাঢ় শুয়ে আছো অনভিপ্রেত ঘুমে
আমার সমস্ত ভালোবাসা
গলাকাটা মোরগের মতো কাতরাচ্ছে তোমারই সিথানে
যেনো ব্যাকুল কোনো কবিতাদৃশ্য
আলোড়ন তুলে নিভে যাবে নির্লিপ্ত, নীরব
শব্দের কোঁচকানো ঢেউ, পাশেই ক্লান্ত টঙ্কার
নিষ্প্রভ আয়ুরেখা থেকে উঠে আসা
একটা সদাব্যস্ত দীর্ঘশ্বাসে জেনেছি এভাবে নিভে যাওয়াই নিষ্ঠা।