রেইন রেইন গো এওয়ে
তোমারে ব্যথায় রেখে আমি একাই হাঁটি। শহর দাঁড়ায় থাকে বৃষ্টি মাথায়। কোথাও হয়তো দূরেই বাচ্চারা চিৎকার করে রেইন রেইন গো এওয়ে! আমি কোথায় যাবো ভেবে তোমারে দুঃখ দেই। শহরের দুই একটা পুরুষ আমারে ধাক্কা মেরে চলে যায়। আমি দাঁড়ায় থাকি। বৃষ্টি মাথায় হাঁটতে হাঁটতে দেখি জারুলের থোকা। জারুলের মতোন তুমিও কি এতোটা বেগুনী হও আমার দেয়া ব্যথায়?
আমি কৃষ্ণচূড়ার লালে খোলা চুলের এক মেয়েরে দেখি,যার পাশ থেকে তুমি বারবার তুমি নেমে যাচ্ছো প্ল্যাটফর্মে। তোমাকে ঘিরে ফেলছে খুচরো প্রেমিকারা। তারা হাসে, টোল পড়ে।ঢেউ ঢেউ কবিতায় তারাও তোমারে ভালোবাসে, আমারে দুঃখ দেয়। তোমার শরীরে একটা বর্ষাকাল হয়ে ফুটে থাকার ঘোরে আমার জ্বর আসে। তুমি ভুলে যাও ব্যথা। আমি কেবল তোমারে ব্যথা দিতে পারি, দুঃখ দিতে পারিনা।