পাথর
মায়ের সমাধি থেকে উঠে আসে দুরূহ পাথর
দাওয়ায় ছড়িয়ে থাকে রোজকার এলোমেলো
নুয়ে পড়া গাছে ঠিকা লাগিয়ে
নিজস্ব জুতো চলে যায়, বহুদূর পথ
আকাশ দাঁড়িয়ে থাকে একা।
করোটির হুলস্থুল কান পেতে শোনে ইঁদুর
হাড়ের ভেতর মরে থাকে কোকিল।
অন্ধকার দুপুরে
পেরেক ঠুকে সামলে রাখি ছায়া
সমস্ত ঘড়ি জুড়ে
বয়ে বেড়াই সিসিফাস বুক।