অনুনয়
প্রেমিকার সিথানে মৃত সৈনিকের নীরবতা রেখে
ফিরে যেওনা যুবক।
আজ যে শহরের উদোম বুক জুড়ে উন্মাদ জ্যোৎস্না!
তুমি থেকে যাও
অনায়াসে ভেসে যেতে চোখের মায়ায়
তুলে নিতে বুক মলাটের উষ্ণতায়
তুমি জেনে নাও
এমন বেলায় খুঁজে নিতে হয়
ক্লান্তি পোহানো কাঁধের পাশে চেনা অন্ধকার
চুলের ভাঁজে হারানোর পথ।
শিল্পীর ঔপনিবেশিক মগ্নতায়
স্বেচ্ছাচারী ক্যানভাসে অকপট স্পর্শে জাগিয়ে তোলো ঘুমন্ত নগরী
ভাঙুক সমুদ্র ঢেউ অথবা রাত প্রহরার বিক্ষুদ্ধ সৈন্যদল।
থমকে থাকা সময়ে চেনা নদীর কিনার ঘেষে কাদা মাখামাখি প্রেমকে
চুমু খাক রুপালি আলো
নরম ঢেউয়ে পাল তোলা কাগুজে নৌকা দূর বন্দরে হারাক
আজ তুমি কোত্থাও যেয়োনা যুবক
আজ তুমি থেকে যাও….