মানবী
যেহেতু ভালোবাসা ছোঁয়া যায়না
তাই তোমাকে ছুঁতেই আমার সমস্ত আগ্রহ
তোমার কাছে এলেই আমি ব্যস্ত হয়ে উঠি
আঙুলের অস্থির পায়চারীতে বেজে ওঠে বহুদিনের অব্যবহারে পতিত বাদ্যযন্ত্র
আচ্ছন্ন হই প্রবল বিস্তারে
এবং
আমিই সেই মানবী
যার স্পর্শে জেগে উঠে লুপ্ত নগরীর অনাস্বাদিত ভূবন
প্রবল ঘোর অথবা মোহ!