বাহাস
এখানে নিনাদ অতল
ফসলের উষ্ণতায় কুঁড়েঘরগুলো দোলে
সেলাই মেশিনের ক্ষিপ্রতায় প্রেমিকরা এসে দাঁড়ায়
তাদের শরীর থেকে গলে যায় সুঠাম
এখানে ব্যথার পাশে এক দূরত্ব নেমে আসে
মানুষের বেশে
পথের ধারের কেও বন
অনেক নিঃসঙ্গতা ছুঁয়েছে এ বাতাসকে
এ বাতাস জানে, মানুষের জীবন পাখিদের ক্লান্তিকর এক বাহাস।