a black and white photo of birds flying in the sky

বাহাস

এখানে নিনাদ অতল
ফসলের উষ্ণতায় কুঁড়েঘরগুলো দোলে
সেলাই মেশিনের ক্ষিপ্রতায় প্রেমিকরা এসে দাঁড়ায়
তাদের শরীর থেকে গলে যায় সুঠাম
এখানে ব্যথার পাশে এক দূরত্ব নেমে আসে
মানুষের বেশে
পথের ধারের কেও বন
অনেক নিঃসঙ্গতা ছুঁয়েছে এ বাতাসকে
এ বাতাস জানে, মানুষের জীবন পাখিদের ক্লান্তিকর এক বাহাস।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *