a person standing on top of a sand dune

ফেরা

এইখানে বিছায়ে রেখো পাঁজর
আমি ফিরিবো
দিনশেষের কোলাহলে নিজেরে থুয়ে
এইখানে, তোমার কাছে
ওগো আন্ধার তুমি ঘিরা থাইকো আমারে
ছেয়ে যেয়ো ঘাস, ভাঁটফুলের দল
এইখানে, আমি ফিরিবো তোমাদের কিনারে।
পরথম যৌবনে যার ঘেরাণ আমি তুইলা নিছি নাকের নোলকে
যার বুকের ধারে অঘোরে ঘুমাইছে আমার পত্যেক রাইত
তার বুকের ভিত্রে নিজেরে থুয়ে
আমি ফিরিবো
তার বুকের ধার ছাড়া ক্যামনে ঘুমাবে আমার রাইত?
তুমি এইখানে বিছায়ে রেখো পাঁজর।
আমার সন্তানের কাঁধে থুয়ে ভর
যারে আমি আগলে রেখেছি জীবনকাল
তার চোখে লয়ে জল
এইখানে ফিরিবো আমি,ওগো দয়াময়
তুমি বিছায়ে রেখো পাঁজর।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *