যাপিত অক্ষরমালা
চিঠির পৃষ্ঠা থেকে ক্রমশ ঝুলে পড়েছে অক্ষরমালা
যেনো এরচেয়ে সহজ গন্তব্য নেই
নাবছে দুপুর অতৃপ্তির কোষাগার
কোথাও সূর্য শকুনের ডানার কাছাকাছি
কোথাও চাঁদ বনের উচু গাছের মিত্র
এতো উচ্চতাপ্রিয় ধারণায় আমি নিম্নগামী বিন্দু
ছিটকে গেছি বৃত্তের বর্তূল ঘূর্ণনে
আমি প্রেমিক
প্রেমের তরল থেকে জীবন নিংড়ে নিতে ভুল করে গলে গেছি সাবানের ফেনায়
উঠে গেছিস তুই যেনো পূণ্য হলো স্নান
বুঝি কবিতা ছলে তোর হাত ধরতে গিতে এই হলো দারুণ ভুল
ঝুলে পরা স্তনের মতন নুয়েছে আলো
হেয়ালি মেনে কাঁপছে বেতস পাতার দেহ
আহা নৌকা আজও আবেগে ছলোছলো।