১
জলের শরীর খুলে বেরিয়ে আসা রূপালী মাছ
তোমার কাছে পরাস্ত হয়ে কাঁদে আমার শিকারী পন্থা।
২
এই অবোধ কান্নার দিনে আমাকে দিতে পারো মুঠোভরে ভাঁটফুল?
এসে দাঁড়াও ইচ্ছের কাছে
তোমাকে গাইবে বৃষ্টি শেষের দুলতে থাকা হাওয়া
মানুষের অশেষ ক্লান্তি
আমাকে এঁকে ফেলার আগে
তোমার চিবুক ছোঁয়াও ডুবগামী রূপালী মাছ।
(Visited 32 times, 1 visits today)