তোমার ব্যথার পাশে আমি এক গভীর রমণী
উড্ডীন তারাদের ছলছল
শহর থেকে দূরে গোপন আরোগ্যালয়, সারি সারি শুশ্রুষা
শহরের হাওয়ায় দোল খাওয়া নিঃস্ব চুলে পরম আঙুল।
তোমার গোপনে আমি এক গহ্বর পিয়ানো
নিঃশব্দের রীডে তোমার ভেতর বাজি দিনমান
তোমাকে বাজাই দ্রোহ যাতনায়।
তোমার বুকের পাশে আমি ছলাৎছল মাছেদের ঋতুকাল
জলের ঝিরিঝিরি উদ্বেগ
তোমার ঠোঁটের তীরবর্তী ল্যান্ডস্কেপে সুখের বালিয়াড়ি ঢেউ
তোমার স্পর্শে আমি সদ্য নারী
ঢেউয়ে ঢেউয়ে ভালোবাসো, আমরা গভীর হই
শান্ত হই, ক্লান্ত হই, কান্না হই, প্রেম হই
যদি হই
আমাকে তুমি কি নামে ডাকবে?
(Visited 142 times, 1 visits today)
2 Comments