a red, blue and green fluid painting on a black background

নাকছাবি

কুপির আলোয় নাকছাবিডার দিকে চাইয়া থাকি
রাইত বাড়নের লগে লগে কইলজার ভিত্রে তুমি জিওল মাছের লাহান উছলাও
আমারে এমুনতরো এক্লা লাগে ক্যান?
বড় পাগল পাগল লাগে
বুকের ভিত্রে উছলায় তিন পরাণের গাঙ
রাইতগুলা রাক্ষসের লাহান আমারে খায়া ফালাইতে চায়!
আন্ধারের লগে কথা কইতে কইতে
তুমার কিচ্ছা হুনাইতে হুনাইতে
আমি খালি উতলা হই
আসমানের কাঁন্দনের লগে আমিও কাঁন্দি
নিজেরে নিজেই কই-
আমার একখান চাওয়া আছিলো, হুনবা?
একটা জীবন আমারে তুমার বুকের ভিত্রে নিবা? 
জোনাকের দল মুখ টিপা হাসে
আমার সহ্য হয়না,গতর জ্বইলা যায়
তারা ক্যান তুমারে লইয়া মশকরা করে 
তারা ক্যান কয় তুমি আর ফিরবানা!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *