শাস্তি
ফুল, তুমি আমার নিজস্বনির্জন ভঙ্গিমা
হাওয়ার কাছ থেকে পাওয়া নিঃশ্বাসের ভাগ।
জারুলের দিনে বৃষ্টির কবিতা শোনাতে আসা প্রাচীন অক্ষর
তোমাকে বোঝাতে পারেনি
তুমি সেই বালক বয়েস
যেখানে বিকেলবেলা নোঙ্গর করে ঢেউ
ফুল, আমাকে তোমার কাছে রেখে এসে এখন কামনা করছি
স্ব-কামের অপরাধে তাই বুঝি তিনি দন্ড দিলে
দূরেই থাকলে তুমি
আমি শিকারীর ফসকে যাওয়া নিশানা হয়ে ঢুকে যাই আরও গাঢ় বনে।