একটি শীতকালীন সন্ধ্যায় তুমি আমার
বাড়িতে এলে
তোমাকে বলা যেতে পারতো
ফায়ার প্লেসের অপ্রয়োজনীয়তা
সম্পর্কে বিবিধ এবং
রেড ওয়াইন অথবা ব্ল্যাক লেভেল এর
মোহে ভিজিয়ে নেয়া যেতো ঠোঁট ।
যদিও মদে আমার তেমন নেশা হয়না
চুমু খেলেই আমি মাতাল হয়ে যাই
ভয়াবহ ঘোরে মেঘ হয়ে ভাসতে থাকা এক টুকরো পৃথিবীতে পালক হয়ে যাই।
যদিও তোমার না আসার অজুহাত অনেক
পথে পথে পসরা সাজিয়ে বসে আছে দূরত্ব
তবুও তুমি এলে
শীতকালের এই ভূতুুড়ে সন্ধ্যা হয়ে উঠতে পারতো বসন্তের আয়েশী বিকেল
তোমাকে বলা যেতে পারতো
দক্ষিণের জানালাটা ওঁমন হাট করে খোলা থাকে কেনো!
(Visited 24 times, 1 visits today)