আমন্ত্রণ
রাতের মলাটে একা হয়ে যাচ্ছো তুমি
তোমাকে কুড়িয়ে নিচ্ছে গভীর অন্ধকার।
এমনই কোনো এক রাতে
ব্রেইলের অক্ষরে জানিয়েছ আমন্ত্রণ-
রেস্ট হাউজের অর্বাচীন দুটো রাত
গারো চু’এর নেশাতুর ঢোক
নির্বিবাদ আঙুল,চুল,চিবুক, মন
ডুব সৃষ্টিতত্ত্বের গভীরে
কুড়িয়ে নেবো তোমার সবটুকু নরম
তখন হয়তো পাহাড়ের অহংকারী অন্ধকার ভেদ করে জানালার কাঁচে ঝাড় লন্ঠনের ক্ষীণ আলো
কুয়াশার হিম ছুঁতে চাইবে খুব
আমরা ভুলে যাবো সব, ডুবে যাবো খুব
প্রমত্ত অভিষবণে!
জীবনের শ্রেষ্ঠ চুমু খাবার জন্য বেছে নেবো
সেই প্রাচীন চার্চকে
যেহেতু চুমুতে কোনো পাপ নেই, ছিলোনা কখনো
সে আরও কয়েক’শ বছর দাঁড়িয়ে রবে পৃথিবীর শ্রেষ্ঠ চুম্বনের সাক্ষী হয়ে!
সারি সারি রেইন্ট্রির ছায়ায়
নীল জলের পাতায়
আমি তোমাকে উপহার দেবো শ্রেষ্ঠতর অনাদি সময়।
তোমার সেই আমন্ত্রণ আজও তোলা আছে
এবার একটা সকাল চাই!
যুদ্ধজয়ী সৈনিকের হাসির মতো সুন্দর সকাল!
দীর্ঘ ভ্রমণের শ্রান্তি চোখে নিয়ে রাতটা এখনও ঘুমিয়ে আছে।
কেবল হেঁটেছি কিছুটা সন্ধ্যা!
রাতটুকু অতিক্রম করতে পারলেই নিজেকে পৌছে দেবো তোমার ঠিকানায়!