রাতের মসৃণ শরীরে পাথরের মতো চেপে থাকা স্তব্ধতা
আমাকে টুকরো টুকরো করে উল্লাস করে
দিন হলেই পুরনো অস্বস্তির ক্ষুরধার নখ আঁচড়ে আঁচড়ে ছিন্নভিন্ন করতে থাকে মনোযোগ।
এসব একই নিয়মে রোজ ঘুরেফিরে আসে।
তোমাকে মিথ্যে জানার পর
আমার মাথার পাশে সারাদিন কাঁদে একটা মাধবীলতা গাছ
তোমাকে মিথ্যে জানার পর
আমার হৃদপিন্ড হয়ে উঠেছে একটা আদর্শ প্যারাসাইট
আর তুমি?
প্রচন্ড ভালোবেসে, সব থেকে টেনে নিয়ে
ছুঁড়ে দিয়েছো এইসব ঘূর্ণির ভেতর।
(Visited 44 times, 1 visits today)