a man standing in a tent looking out into the distance

মুন্ডুহীন কঙ্কাল

সুবিধাভোগী ধারালো দাঁত ছিবড়ে খায় মুরগির ঠ্যাং, রাশিয়ান ভদকা
এতো রোশনাই! এতো আলোয়
লকলকে জীভ কুকুরের মতো চাটে লোভের চিবুকের তিল
বিকিয়ে যায় মুন্ডুহীন কঙ্কাল
আহা! কী মোহময়
ক্ষমতার উদ্ধত বুক
এনাকোন্ডার মতো মুখে পুরে আস্তে আস্তে গ্রাস
আরাম করে 
ভীষণ ধীরে ধীরে ধীরে

প্রতিশ্রুতি দিচ্ছি 
অনেক কিছু করবার আছে 
আপনার কী কিছু দেবার আছে?
“শোন কালু তোর বউটা তো দারুণ সুন্দরী
যা হাজার টাকা বাড়িয়ে দিলাম তোর মাইনে”

আলোটা এখন আর চোখে লাগছেনা
পৃথিবীতে যথেষ্ট পরিমাণ শান্তি,উন্নয়ন প্রতিষ্ঠার পর
আমি এখন কিছুটা ক্লান্ত
এবং আমার কিছুটা বিশ্রাম প্রয়োজন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *