ডুব
নিজের ভেতর ডুবে যেতে যেতে দেখা হয়ে যায় তার সাথে
ডেবে যাওয়া রথের চাকার মতো গেঁথে যাওয়া
এ দেখা না হলেই বোধহয় ভালো হতো।
কবেই তো থেমেছে গান, ভেঙেছে আসর
শেষ শ্রোতাও ফিরে গেছে ঘর
অজানা টঙ্কারে কালিঝুলি মুছে গেয়ে ওঠে
স্মৃতির অরুণ সেতার
নিমেষে জ্বলে ওঠে রঙমশাল
অনলের বিস্তৃত শোভাযাত্রা
নিশান্তের বহতা হাওয়া
এই মলাটে নোঙর করা জীবন সমগ্র
তোমার সাথে দেখা না হলেই ভালো হতো।
নিজের ভেতর ডুবে যেতে যেতে নিজের সাথেই দেখা হয়ে যেতো
নিজের ভেতর ডুবে থেকে নিজের কাছেই ফেরা যেতো।