ইবাদত
১
আত্মার উন্নতি কামনায় জায়নামাজে বসে নীল বাড়িটার কথা মনে পড়ে
তসবির দানায় পরম আঙুল মীনা করে তোমার শরীর
তেলাওয়াত করি তোমারে সহীহ্ উচ্চারণে।
ইবাদতে মশগুল
বৈশাখের শেষ দিনগুলো
তোমারে পেয়েও পায়না দিদার।
গভীর মোরাক্বাবায়
ফজরের মোনাজাতে ঝরা শিউলী
নীল বাড়িটার রঙ ক্রমশ ধূসর।
২
ঘরের দাওয়ায় সে জ্বেলে রেখেছে আলো
তার মোনাজাতের হাত খসে পড়ছে কান্নায়
অবাক সে তসবির, আমার চোখ কেঁপে যায়
আল্লাহ কী করে তুমি থাকো নিশ্চুপ?
কী করে ফেরাও সেই হাত?
তবু তোমার কাছে চাই
বুকের ভেতর ঘুমায় যারা তাদেররে ভালো রাইখো তোমার হাওলায়।