তোমার রাধা
আদ্যোপান্ত প্রেম আমাকে নিগুঢ় করে।
তোমার সাড়াহীন শব্দরাজির বলয়ে
আমি নতজানু রাধা
বাঁশির বিষ ধারণ করে বুকে
শস্যের তলায় গোঙানো সবুজ আর
পত্রালীর অর্কেস্ট্রায়
চোখ নিভিয়েছি জলে
বালির দেশে হারিয়ে আসা তোমার হেটের মতো হারিয়ে যাবো-
মৃত্যুর ডাকবাক্সে
প্রেমিক জলের আবর্তে প্রলম্বিত অপেক্ষায়
আমি রাধা
তোমার রাধা
বুকের আর্গল খুলে আমাকে সমাহিত করো প্রিয়।