গভীরে
তোমাকে শুনবো বলে
নির্জনতার পাথর সরাতে সরাতে পেরিয়ে যাই রাত
হয়তো তোমাকেও?
অন্বয় অন্ধকারের ভেতর কল্পতরুর শিকড় ছড়িয়ে
তোমার চোখ খোঁজে কাকে?
কার শরীরে
পেতে দাও ভাবনার নিনাদ আঁচল?
কোথায় মেলে একটা পাখি জন্ম?
কিছু প্রশ্ন ডিঙিয়ে
একদিন ঠিক বসন্ত হবো
বেড়ে উঠবে তুমি
আবার শুনতে পাবো তোমায়
সামুদ্রিক হাওয়া জানান দেবে খুব কাছেই সমুদ্র;নির্জন কোনো দ্বীপ
ডানার মলাটে আকাশ লিখবে বানভাসী উড়ান!
একদিন ঠিক বসন্ত হবো
বেড়ে উঠবে তুমি
সেদিন ঠিক শুনতে পাবো তোমায়!
(Visited 15 times, 1 visits today)